বান্দরবান জেলা পরিষদ উদ্যোগে ডায়রিয়া আক্রান্ত পরিবারকে ২০কেজি করে চাল বিতরণ নাইক্ষ্যংছড়িতে

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়িতে ডায়রিয়ায় আক্রান্ত হওয়া ১৪জন নারী-পুরুষের পরিবারকে চাল বিতরণ করেছে বান্দরবান জেলা পরিষদের সদস্য কেনু ওয়ান চাক্।

১১ জুলাই রবিবার দুপুরে বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আমঝিরি পড়ায় ১৪ জন নারী-পুরুষ ডায়রিয়া আক্রান্ত হয়ে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে ভর্তি হওয়া রোগীর পরিবারদেরকে ২০কেজি করে চাল দিয়েছেন পরিষদের সদস্য কেনু ওয়ান চাক্।

এসময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা: আবু জাফর মো,ছলিম,উপজেলা ভাইস চেয়ারম্যান মং হ্লা ওয়াই মার্মা, সদর ইউনিয়ন পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো, আলী হোসেন, আব্দু সাত্তার প্রমূখ।

স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা আবু জাফর মো, ছলিম জানান, গত শনিবার ১০ জুলাই রাতে হঠাৎ ডায়রিয়া আক্রান্তের খবর পেয়ে তাৎক্ষুনিক ৫ সদস্যের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছিল দৌছড়ি ইউনিয়নে ডায়রিয়া আক্রান্ত সেই দূর্গম এলাকায়।

সেখান থেকে পাড়া প্রতিবেশিদের সহযোগিতায় ডায়রিয়া আক্রান্তের আশঙ্কাজনক ১৪ জনকে উপজেলা সদর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানাযায়, ডায়রিয়া আক্রান্ত রোগীদের মধ্যে রুইঅং ম্রো(১০), চংওয়াই (৫০), মংহ্লা ম্রো (৫), রুইয়াং (৯), কাইপু (৪৭), রংরাউ (৪৮), চেওয়াই (৪৬), চংলিউ (৩০), লিপ্রাইং (৯), রেংজু (১১), মিনাউ (৭), তুমপ্রেই ম্রো (৩০) ও চিংনাউ (২৭) চিকিৎসাধীন রয়েছে। তারা সবাই যথাযথ চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠছে।

এছাড়া নাইক্ষ্যংছড়ির কুরিক্ষ্যং এলাকায় ম্রোপাড়ায় ডায়রিয়া প্রকৌপে কাইংপ্রু ম্রো (৪৭) নামে গত বৃহস্পতিবার এক নারীর মৃত্যুও হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানাযায়।

জেলা পরিষদের সদস্য কেনু ওয়ান চাক্ জানান, দৌছড়ি ইউনিয়নের সেই দূর্গম পাহড়ী জনপদের আমঝিরি এলাকায় গত এক সাপ্তাহ ধরে ওই গ্রামের প্রতিটি ঘরে বমি, পেট ব্যাথাসহ ডায়রিয়ার প্রকোপ ছড়িয়ে পড়ে। পরে আশঙ্কাজনক ১৪জনকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন ও প্রতিবেশীদের সহযোগিতায়।

সেই ডায়রিয়া আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে জেলা পরিষদ উদ্যোগে প্রাথমিক ভাবে করোনা ক্রান্তিকালে রোগীর প্রতিটি পরিবারকে ২০ কেজি করে চাল বিতরণ করেছি। পরবর্তীতে সুবিধ-অসুবিধার খবরাখবর রেখে সহযোগিতা অব্যাহত থাকবে।

আরো পড়ুন:
প্রশংসায় ভাসছে একজন সৎ কর্মঠ ও নিরহংকারী মনের মানুষ ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর ভূয়া পরিচয়ে বাড়ি দখলের চেষ্টা, আটক ৬

উল্লেখ্য, গত শনিবার দূর্গম পাহাড়ী অঞ্চলের দৌছড়ি ইউনিয়নের আমঝিরি এলাকায় ডায়রিয়া প্রকোপ বেড়ে যাওয়া এলাকায় পরিস্থিতি সামাল দিতে একজন ডাক্তারসহ ৫ সদস্য মেডিকেল টিম ওই গ্রামে পাঠানো হয়েছে।

জুলাই,১১.২০২১ at ১৯:৩১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর