তেঁতুলিয়ায় কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কর্মহীন ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৭ জুলাই) পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় ২০০ জন কর্মহীন দরিদ্র পরিবহন শ্রমিক, মোটর শ্রমিক ও নরসুন্দর (নাপিত) মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।

এদিকে, দেশে করোনাভাইরাস সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে দিন দিন বেড়েই চলেছে। চলমান এই করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ সরকার ঘোষিত চলমান লকডাউনের নির্দেশনা মেনে কাজ করে যাচ্ছেন তেঁতুলিয়া উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্যবিধি মেনে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:
চৌগাছায় ভ্রাম্যমান আদালতের তিন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা
চৌগাছায় ভ্রাম্যমান আদালতের তিন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা

ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য জনাব মজাহারুল হক প্রধান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান জনাব কাজী মাহমুদুর রহমান। এতে সভাপতিত্ব করেন তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব সোহাগ চন্দ্র সাহা। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জুলাই,০৮.২০২১ at ২০:৩৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর