চৌগাছায় ভ্রাম্যমান আদালতের তিন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা

যশোরের চৌগাছায় কঠোর লকডাউনের ৮ম দিনে দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা ও এক ব্যবসায়ীর মোবাইল ফোন সেট জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকাল থেকেই প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর সদস্যা পৌর সদরে ব্যাপক অভিযান পরিচালনা করেন। প্রশাসন যে শুধু মানুষকে অর্থদন্ড করছেন এমনটি না, বাজারে আসা মানুষজনকে অহেতুক ঘরের বাইরে না আসার জন্যও সচেতন করছেন।

এদিন বেলা ১০ টার দিকে বাজারের কাপড় ব্যবসায়ী সবুজ ক্লথ ষ্টোরের মালিক নাসির উদ্দিন দোকাল খুলে ব্যবসা করার অপরাধে ৫ হাজার এবং তিশা বোরকা হাউজের মালিক জয়নুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে দোকান ছেড়ে ছিটকে পড়া সাগরিকা বস্ত্রবিতানের মালিক শওকত আলীর মোবাইল ফোন জব্দ করেন ভ্রাম্যমান আদালত। এ দিকে বৃহস্পতিবার বিকেলে বাজারের আলম হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারের মালিক আলম হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ এনামুল হক জানান, করোনা সংক্রমনের ভয়াবহতা সম্পর্কে আমরা মানুষকে বারবার শতর্ক করছি, তারা যেন অহেতুক বাজার মুখো না হয়। তারপরও মানুষ বাজারে আসছে দোকান খুলে ব্যবসা করছে। তারা যদি আইনকে এভাবে অমান্য করেন তাহলে প্রশাসন আরও কঠোর হতে বাধ্য হবে।

জুলাই,০৮.২০২১ at ১৭:১৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর