শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদানের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

দেশব্যাপী লকডাউন কার্যকর করতে শ্রমজীবী মানুষের জন্য খাদ্য ও নগদ অর্থসহায়তা প্রদানের দাবিতে গাইবান্ধায় স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ১০টায় সদর উপজেলার কাবিলের বাজারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কাবিলের বাজার শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, দারিয়াপুর অঞ্চল সিপিবি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

আরো পড়ুন:
ফাইনালে আর্জেন্টিনা
গর্জনিয়ায় বিয়ের পিঁড়িতে বসা হলনা

বক্তরা বলেন, লকডাউনের সাত দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত শ্রমজীবী মানুষের জন্য কোন ধরণের সহায়তা প্রদান করার উদ্যোগ গ্রহন করেনি সরকার। এটা অত্যন্ত অমানবিক। সেইসাথে তারা অগ্রাধিকার ভিত্তিতে শ্রমজীবী মানুষের ভ্যাকসিনের আওতায় আনার দাবি জানান এবং গাইবান্ধা জেনালের হাসপাতালে পর্যান্ত অক্সিজেন সরবরাহসহ সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করে সবার জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানান।

জুলাই,০.২০২১ at ১৩:৪২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর