চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১২৬ বোতল মদ আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২৬ বোতল ভারতীয় মদ আটক করেছে মেদিনীপুর বিওপি’র টহল দল। মঙ্গলবার (৬ই জুলাই) সন্ধ্যায় ও গভীর রাতে এসব মদ আটক করা হয়।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত মেদিনীপুর বিওপি’র টহল দল মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের সময় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের একটি পাটক্ষেতের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ৭৬ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

আরো পড়ুন:
দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত
গর্জনিয়ায় বিয়ের পিঁড়িতে বসা হলনা

এছাড়া মঙ্গলবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটের সময় একই বিওপি’র টহল জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের একটি আমবাগানের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ আটক করে। বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৫৮ বিজিবি’র অধিনায়কের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জুলাই,০.২০২১ at ১২:৪২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর