চিতলমারীতে করোনা রোধে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড, ১১ টি মামলা

বাগেরহাটের চিতলমারীতে সরকারি নির্দেশ অমান্য করায় ১১ জনকে ভ্রাম্যমান আদালত অর্থদন্ড দিয়েছেন। সোমবার (৫ জুলাই) দুপুরে উপজেলার সদর বাজারে অভিযান চালিয়ে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা এ অর্থদন্ডাদেশ দেন।

করোনা রোধে এ সময় ১১ টি মামলার মাধ্যমে মোট ৩ হাজার ৩০০ টাকা আদায় করা হয়। সেই সাথে তাদেরকে সরকারি আদেশ মানার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা জানান, সরকারি নির্দেশ অমান্য করায় উপজেলা সদর বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে ১১ জনকে অর্থদন্ডাদেশ দেয়া হয়। সেই সাথে তাদেরকে সরকারি আদেশ মানার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

আরো পড়ুন:
কঠোর লকডাউন বাড়ল ১৪ জুলাই পর্যন্ত
ন‌ওগাঁর আত্রাইয়ে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ

এছাড়া মোবাইল কোর্টের অভিযান পরিচালনার সময় ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক বিতরণ ও সরকারি বিধিনিষেধ পালনে সবাইকে উৎসাহিত করতে মাইকিং করা হয়েছে।