ছেলেরা দারুণ পারফরম্যান্স করেছে : ইংল্যান্ড কোচ

ইউক্রেনের বিপক্ষে সহজ জয় নিয়ে সেমিফাইনালের মঞ্চে পৌঁছানোয় খুশি ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। তবে, ডেনমার্কের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে বলে মনে করেন তিনি।

এদিকে, কোচের সঙ্গে সুর মেলালেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইনও। জানান এ ম্যাচের আত্মবিশ্বাস কাজে দেবে পরবর্তী ম্যাচে। এদিকে, ইউক্রেন কোচ শেভচেঙ্কো প্রশংসায় ভাসালেন ইংল্যান্ডকে।

২৫ বছরের আক্ষেপ ঘোঁচালো ইংল্যান্ড। ইউরোর সেমিফাইনালে উঠলো থ্রি লায়নরা। ইউক্রেনের বিপক্ষে এমন একটা জয়ই হয়তো আশা করেছিলো তারা। তাইতো ম্যাচ শেষে কোচ গ্যারেথ সাউথগেটের কন্ঠে এমন প্রশান্তির সুর। তবে, সেমিফাইনালের মঞ্চটা যে আরো কঠিন হতে যাচ্ছে তা এখন থেকেই আঁচ করতে পারছেন ম্যাচের ডাবল স্কোরার হ্যারি কেইন।

আরো পড়ুন:
ঝিনাইদহের উপ-শহরপাড়ায় নগদ অর্থসহ সোনার গহনা চুরি
বাংলাদেশের দেওয়া উপহারের আম গেল ভারতে

ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট বলেন, ‘জার্মানিতে খেলা আর ওয়েম্বলিতে খেলা এক কথা নয়। মাঠ ও সমর্থক সব কিছুই অন্যরকম এখানে। তারপরও আমরা ম্যাচটা জিতেছি। ভালো লাগছে। ছেলেরা ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছে। তাদের এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা করি।