মতলব উত্তরে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন‘বন্ধু একতা সংগঠন’ উদ্যোগে রাস্তা মেরামত

মতলব উত্তরে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন‘বন্ধু একতা সংগঠন' উদ্যোগে রাস্তা মেরামত

করিব রাস্তা মেরামত,করিব ভালভাবে যাতায়াত”এই প্রতিপাদ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাগানবাড়ি ইউনিয়নের কালির বাজার প্রধান সড়ক চলতি মৌসুমের বর্ষায় ডেবে যাওয়া রাস্তা বন্ধু সংগঠনের সদস্যদের চাঁদায় ট্রাকে করে ইট, রড, সিমেন্ট ও বালি এনে নিজেরাই বৃষ্টিতে ভিজে রাস্তা মেরামতে কাজ করেন।

দীর্ঘদিন ধরে মেরামত না করায় রাস্তায় পানি ও গর্তে পরিণত হয়,এতে দুভোর্গে পড়ে স্কুল,কলেজ,মাদ্রাসা পড়োয়া ছাত্র/ছাত্রীসহ অসুস্থ ব্যক্তিরা এমন কী অনেক সময় গাড়ি উঠলে আহত হয় অনেক এ,যাতে সাধারণ মানুষেরা অনায়াসে যাতায়াত করতে পারে তার জন্য সেচ্ছায় রাস্তা মেরামতে কাজ করেন।এই আগে অনেকবার এই সংগঠনের উদ্যোগে রাস্তায় মেরামত করেছিলেন।

আরো পড়ুন:
করোনায় ‘সালাম সালাম’ গানের গীতিকারের মৃত্যু
অক্সিজেন সিলিন্ডারে এমপির শুভেচ্ছা পোস্টার নিয়ে ব্যাপক সমালোচনা

এ বিষয়ে জানতে চাইলে বন্ধু একতা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বলেন, সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে এ উদ্যোগ নেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এটি এই অবস্থায় থাকায় গর্ত অনেক বড় হয়ে যাচ্ছিল। এতে যানবাহন সহ সাধারণ মানুষের চলাচলে কষ্ট হচ্ছিল। তাই আমরা নিজ উদ্যোগে এটি সংস্কার করেছি। রাস্তাটি সংস্কার করতে প্রায় ৫৫হাজার টাকা খরচ হয়েছে।

জুলাই,০৪.২০২১ at ১৪:৪৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমই/এসআর