ফুলবাড়ীতে লকডাউন বাস্তবায়নে কঠোর তৎপরতায় পুলিশ

কুড়িগ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা ফুলবাড়ী উপজেলায় সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে কঠোর তৎপর রয়েছে থানা পুলিশ। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব রায়ের নেতৃত্বে মাঠ পর্যায়ে লকডাউন বাস্তবায়নে কাজ করছে পুলিশ সদস্যরা।

সোমবার ২৮ জুন সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনেই ফুলবাড়ী থানা পুলিশের তৎপরতা দেখা গেছে। এদিন সকাল থেকে ফুলবাড়ী থানার পুলিশ সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে তৎপরতায় ছিলেন। পাশাপাশি লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে প্রচারণাও চলেছে। ঘর থেকে বের হওয়া পথচারীদের থামিয়ে জিজ্ঞাসাবাদও করছেন পুলিশ সদস্যরা।

লকডাউনের প্রথম দিনে পুলিশের তৎপরতায় ঔষধ, কাঁচামাল, ফলের দোকান ব্যাতিত ফুলবাড়ীতে বন্ধ রয়েছে বেশির ভাগ দোকানপাট। সীমিত আকারে চলছে জরুরি পণ্যবাহী যানবাহন।

আরো পড়ুন:
ঝিনাইদহ সদর থানার এ এসআই আনোয়ার গভীর রাতে প্রান বাঁচালেন এক গর্ভবতী নারীকে
ভোলার চরফ্যাশনে মটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে লাশ হলো কিশোর

লকডাউন বাস্তবায়নের বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, করোনার বিস্তাররোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে ফুলবাড়ী থানা পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।