রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জন মারা গেছেন। রবিবার (১৩ জুন) সকাল ৮টা থেকে সোমবার (১৪ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা গেছেন এই ১২ জন। এদের মধ্যে ১০ জন করোনা পজেটিভ ছিলেন। আর বাকি দুইজন মারা গেছেন উপসর্গ নিয়ে। এর আগের দিন মারা যান ১৩ জন।

হাসপাতাল সূত্র জানায়, মারা যাওয়া এই ১২ জনের মধ্যে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নাটোরের ২ জন ও মেহেরপুর জেলার ১ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৪৪ জন এবং ছাড়া পেয়েছেন ২৬ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩০৭। এদের মধ্যে করোনা আক্রান্ত রোগী ১৫৭ জন।

আরো পড়ুন:
কেশবপুরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করে বলেন, মোট ২৭১ টি বেডে করোনা রোগীদের চিকিৎসা চলছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ৭ জন পুরুষ। আর বাকি ৫ জন নারী। তবে পর্যাপ্ত সেবা দিতে শতভাগ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।