পাইকগাছায় গৃহবধূকে উত্যক্তের ঘটনায় ভ্রাম্যমান আদালতে বখাটে যুবকের ১৫ দিনের কারাদন্ড

পাইকগাছায় গৃহবধূকে উত্যক্তের ঘটনায় আলমগীর মিস্ত্রী (৩২) নামের এক বখাটে যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। আলমগীর উপজেলার রাড়ুলী গ্রামের খানু মিস্ত্রীর ছেলে।

শনিবার (৫ জুন) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী রাড়ুলী ক্যাম্পে এ আদালত পরিচালনা করেন। এতে উভয় পক্ষের স্বাক্ষীদের দেওয়া তথ্য ও প্রমান পত্র দেখে বখাটে যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ৫ শ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন দিনের কারাদন্ড প্রদান করেন।

আরো পড়ুন:
সাংবাদিক ইব্রাহিম ভূইয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল
বেনাপোলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
নাইক্ষ্যংছড়ি উপবন লেকের ওয়াচ টাওয়ার’ এর উদ্ধোধন করলেন জেলা প্রশাসক

উল্লেখ্য, উত্যক্তের ঘটনায় ভুক্তভোগী ঐ গৃহবধূ থানায় বখাটে আলমগীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে প্রাথমিক সত্যতা প্রমানিত হলে শনিবার বিকেলে এ এস আই গোলাম রসুল অভিযুক্তকে আটক করেন।

জুন, ০৬, ২০২১ at ১৮:০৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/এসএনএস/এসআর/এমআরএইচ