শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে গাইবান্ধায় শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২জুন) বেলা ১১টায় ১নং রেল গেইটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক শীল, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার, বিপ্লবী ছাত্র মৈত্রী’র কেন্দ্রীয় সদস্য রঞ্জু হাসান, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা সংগঠক রাশেদীন, ছাত্র ফ্রন্টের জেলা সংগঠক মারুফ হাসান, মোঃ তৈয়ব মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, সবকিছু থেকে লকডাউন তুলে নেয়া হলেও শিক্ষাপ্রতিষ্ঠান কেন খোলা হবে না। তারা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান। সেইসাথে করোনাকালীন শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফের সরকারি ঘোষণা এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীদের জন্য প্রণোদনা দাবি করেন।

আরো পড়ুন:
সংলাপে টেকসই বেড়িবাঁধের পক্ষে একাত্বতা ঘোষণা করলেন মাননীয় মন্ত্রী
শিবগঞ্জে জমি-জমা বিরোধে অবসর প্রাপ্ত পুলিশ সদস্যকে মারপিট থানায় মামলা

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেল গেইটে এসে শেষ হয়।