যবিপ্রবি উপাচার্যের শাশুড়ির ইন্তেকাল

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের শাশুড়ি হাসিনা আব্দুর রব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার সন্ধ্যা ৬টা ১ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মরহুমা হাসিনা আব্দুর রব কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ছেলে, মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমা হাসিনা আব্দুর রবের মৃত্যুতে যবিপ্রবির শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতি গভীর শোক প্রকাশ এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে। একইসঙ্গে যবিপ্রবি ছাত্রলীগ, সাংবাদিক সমিতিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। উল্লেখ্য, ২০১৯ সালের ২৩ জুন যবিপ্রবি উপাচার্যের শ্বশুর মো. আব্দুর রব বার্ধক্যজনিতসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

এপ্রিল ২৮, ২০২১ at ২০:৪২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/যবিপ্রবি/এমআরএইস