মতলব উত্তরের মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ পরিদর্শনে ইউএনও

দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের জনতা বাজার সংলগ্ন ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন করেছেন ইউএনএ গাজী শরিফুল হাসান। বুধবার (২৮এপ্রিল) দুপুর ২ থেকে ৪ টা পর্যন্ত বেড়িবাঁধের বিভিন্ন স্থান পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে ইউএনও’র সিএ আমিনুল ইসলাম, ইউপি সচিব নাছির উদ্দিন খান, ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম পাটোয়ারী, মো. খাজা আহম্মেদ, মো. সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ইউএনও শরিফুল হাসান বলেন, মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধের অবস্থা মারাত্মক খারাপ। জরুরী ভিত্তিতে মেরামত করা না হলে বর্ষা মৌসুমে এলাকায় মারাত্মক সমস্যা সৃৃষ্টি হবে। পানিসম্পদ মন্ত্রণালয় কাজটি দ্রুতগতিতে না করলে যেকোনো সময় বেড়িবাঁধ ভেঙ্গে যেতে পারে।

উল্লেখ্য, উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে জনতাবাজার এলাকায় ২৬ ডিসেম্বর সেচ প্রকল্পের মূল বেড়িবাঁধ ধসে পড়ে।

এপ্রিল ২৮, ২০২১ at ১৭:৩৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআই/এমআরএইস