রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা রতন এর দাফন সম্পন্ন

চাঁদপুরের মতলবের সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা রতন মোল্লা আর বেঁচে নেয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

৩ এপ্রিল শনিবার সকালে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি কমপ্লেক্স মসজিদ মাঠে তাঁর জানাযা পূর্বক তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার দেয়া হয়। গার্ড অব অর্নার প্রদান করেন ইউএনও স্নেহাশিষ দাশ, উপ-পরিদর্শক মনিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।

জানাযা পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় চাঁদপুর জেলা যুবলীগের সদস্য গাজী শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিষ দাশ, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান ও গাজী ইলিয়াছুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, মরহুমের বড় ছেলে রায়হান মোল্লা।

পরে মরহুমের নিজ বাড়ী সংলগ্ন আমিরাবাদ বাজার জামে মসজিদ মাঠে ২য় জানাযা শেষে মরহুমের লাশ হাজীপুর গোরস্থানে কবরস্থ করা হয়।

ফরাজীকান্দি মাঠের জানাযায় উপস্থিত ছিলেন- উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, মোহাম্মদ উল্যাহ সরকার, সিরাজুল ইসলাম মাষ্টার, আব্দুস সাত্তার, সিরাজুল ইসলাম, শরীফ হোসেন, আব্দুল হান্নান, ইলিয়াছুর রহমান, তছলিম উদ্দিন মোল্লা, রফিকুল ইসলাম, আব্দুস সাত্তার প্রধান।

আরো উপস্থিত ছিলেন- দৈনিক ভোরের কাগজ পত্রিকার আইটি ইনচার্জ গোলাম কিবরিয়া নয়ন, অধ্যাপক কামরুজ্জামান শিকদার, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জিএম ফারুক, প্রধান শিক্ষক এমএ হান্নান তপাদার, দলিল উদ্দিন, একেএম তাজুল ইসলাম, রহমত পাটোয়ারী, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, নিজাম উদ্দিন বাবুল মাষ্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুর রব প্রধান’সহ বিভিন্ন শ্রেনী-পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

২ এপ্রিল শুক্রবার রাত ৯টার দিকে তিনি ইন্তেকাল করেন। তার বাড়ি মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নস্থ দক্ষিণ রামপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্র ৩ কন্যা সন্তান রেখে গেছেন। তার সাবেক বাড়ী ফরাজীকান্দি ইউনিয়নেরই মহিষমারী গ্রামে।

এপ্রিল ০৩, ২০২১ at ১৭:৫৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআই/এমআরএইস