শ্রমিকে-শ্রমিকে মারামারি ৪ ঘন্টা সড়ক অবরোধ পেকুয়ায়

কক্সবাজারের পেকুয়ার মগনামায় এস আলম সার্ভিসের শ্রমিকের সাথে সি এন জি শ্রমিকের মারামারির ঘটনায় মগনামা-বানিয়ারছড়া ও একতা বাজার সড়কের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে গাড়ি ব্লক দিয়ে ৪ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় মগনানা লঞ্চঘাট ষ্টেশনে এ ঘটনা ঘটে।

প্রাপ্ত সুত্রে জানা গেছে, এস আলম শ্রমিক আবু তালেব এর সাথে গাড়ি রাখা নিয়ে সিএন জি চালক সাইফুল ইসলামের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি হয়। আবু তালেব বেশি আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

পেকুয়া থানা এস আই আশরাফ বলেন, স্থানীয় দুই ইউপি সদস্য জসিম উদ্দিন, নুর মোহাম্মদ, মগনামা লঞ্চ ঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল হোসেন সহ এস আলম- সিএনজি প্রতিনিধিদের সাথে কথা বলে দুপুর পৌনে ২টায় যান চলচল স্বাভাবিক করে দিয়েছি। পেকুয়া-মগনামা বানিয়ার ছড়া সড়কে সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, এস আলম শ্রমিক আবু তালেবের উপর হামলা হয়েছে। এখন তার অবস্থা খুব খারাপ। এ ব্যাপারে আমরা প্রশাসনের হস্তকেপ কমানা করছি।

এ ব্যাপারে পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার ঘটনার সত্যতা জানিয়ে বলেন উভয়ের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করছি।

ফেব্রুয়ারি ২৫, ২০২১ at১৮:০৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমজে/এমআরএইস