বার্সেলোনার গর্বের রেকর্ডে ভাগ বসিয়েছে বায়ার্ন মিউনিখ

এক মৌসুমে ছয় শিরোপা জিতে অবিশ্বাস্য কীর্তি গড়েছিল বার্সেলোনা। ২০০৯ সালে মেসি-জাভি-ইনিয়েস্তা-পুয়েলদের সর্বজয়ী বার্সা লিখেছিল ইতিহাস। বৃহস্পতিবার রাতে বার্সেলোনার গর্বের রেকর্ডে ভাগ বসিয়েছে বায়ার্ন মিউনিখ। কাতারে ক্লাব বিশ্বকাপের ফাইনালে মেক্সিকান ক্লাব তাইগ্রেসকে ১-০ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।

বুন্দেসলিগা, জার্মান কাপ, জার্মান সুপার কাপ, চ্যাম্পিয়নস লীগ, উয়েফা সুপার কাপের পর অপেক্ষা ছিল ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের। কাতার এডুকেশন সিটি স্টেডিয়ামে অপেক্ষার অবসান ঘটিয়ে ইতিহাসে নাম লিখিয়েছে বাভারিয়ানরা।

উত্তর আমেরিকা বা কনকাকাফ অঞ্চলের প্রথম দল হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে নাম লেখায় তাইগ্রেস। সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে হারায় মেক্সিকান ক্লাবটি। পেপ গার্দিওলার বার্সেলোনার পাশে বসতে ফরাসি রাইটব্যাক বেঞ্জামিন পাভার্দের একমাত্র গোলটিই যথেষ্ট ছিল বায়ার্নের। ক্লাব বিশ্বকাপে এটি দ্বিতীয় শিরোপা বায়ার্নের।

২০১৩ সালে জিতেছিল প্রথমবার। সেমিফাইনালে মিশরীয় ক্লাব আল আহলির বিপক্ষে দুই গোল করা রবার্ট লেভানদোভস্কি জিতে নেন ক্লাব বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার।