নাইক্ষ্যংছড়িতে মাদ্রাসার বার্ষিক মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ঐতিহ্যেবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল্ মাকাজুল ইসলামী দারুচ্ছুন্নাহ এতিমখানা ও দারুচ্ছুন্নাহ মহিলা মাদ্রাসার বার্ষিক মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা জালাল উদ্দীন ফারুকীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. নুরুল আবছার ইমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন সদরের মসজিদঘোনা ও মাহাজনঘোনার সমাজ পরিচালনা কমিটির সভাপতি ও বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নরুল বাশার, আর্দশগ্রাম সমাজ পরিচালনা কমিটির উপদেষ্টা মাষ্টার মালেকুজ্জামান, মাওলানা নুরুল ইসলাম, আর্দশগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক মাষ্টার মো. ইউনুছ, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, ঠিকাদার সমিতির অন্যতম সদস্য মো. নুরুল আবছার সোহেল, বিশিষ্ট ব্যাবসায়ী মো. আবু তাহের বাহাদুর প্রমূখ।

মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মো. জালাল উদ্দীন ফারুকী বলেন, আগামী ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার নাইক্ষ্যংছড়ির ঐতিহাসিক আল্ মারকাজুল ইসলামী দারুচ্ছুন্নাহ এতিমখানা ও দারুচ্ছুন্নাহ মহিলা মাদ্রাসার বার্ষিক মাহফিল।

মাহফিল উপলক্ষে তিনি সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগীতা কামনা করেন। তাছাড়া মাহফিলের যাবতীয় কার্যাবলী সমাধান করার লক্ষে অল্প কিছু দিনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।

বক্তব্য শেষে মাদ্রাসার হাফেজ বিভাগের পরিচালক হাফেজ মো. জাহেদ দোয়া মুনাজাত পরিচালনা করেন।