চট্টগ্রামে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ১ নারী

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন শেষ হতে না হতেই চট্টগ্রামের আগ্রাবাদে দেশিয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলেছে। শুক্রবার (২৯ জানুয়ারি) ভোরে নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বংশালপাড়া এলাকার একটি বাড়িতে ‘অস্ত্র তৈরির কারখানার’ সন্ধান পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে ওই কারখানা থেকে দুইটি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ মেহেরুন নেসা মুক্তা নামে এক নারীকে আটক করেছে ডবলমুরিং থানা পুলিশ।

মেহেরুন নেসা মুক্তা ও তার স্বামী নেজাম খান ওই কারখানায় অস্ত্র তৈরি করতেন বলে জানিয়েছে পুলিশ। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘আগ্রাবাদের বংশালপাড়া এলাকায় ওই অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছি। সেখানে অভিযান চালিয়ে দুইটি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ মেহেরুন নেসা মুক্তা নামে এক নারীকে আটক করেছি।’

তিনি বলেন, ‘মেহেরুন নেসা মুক্তা ও তার স্বামী নেজাম খান ওই কারখানায় অস্ত্র তৈরি করতেন। নেজাম খান পলাতক রয়েছেন। তাকে আটক করতে পারলে জানতে পারবো তাদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কী না। অস্ত্র উদ্ধারের ঘটনায় ডবলমুরিং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

জানুয়ারী, ২৯, ২০২১ at ১২:৫৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/এমটি/এমএম/এমআরএইস