ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি কঞ্চন চৌধুরী সেক্রেটারি সেলিম নির্বাচিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়ার বাণিজ্যিক প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী ধামাইরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারী) দক্ষিণ রাজানগর ইউনিয়নের ভি,এইড পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষ হলেও ফলাফল ঘোষণায় সময় লেগেছে দীর্ঘ পাঁচ ঘণ্টা। পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয় রাত ৯ টায়।

নির্বাচনে ৯টি পদের মধ্যে ৮টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৯ পদের মধ্যে ৮ পদে ভোট গ্রহণ করা হয়েছে। এই ৮ পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এতে ৪৫৭ জন ভোটারের মধ্যে ৩৯৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে চেয়ার প্রতীকে ১৯৮ ভোট পেয়ে ব্যবসায়ী ওমর গণি চৌধুরী কাঞ্চন সভাপতি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক সভাপতি মোঃ শাহ আলম (হরিণ -১৮৮) ও তালাচাবি প্রতীকে ১৬৭ ভোট পেয়ে মোঃ ফজলুর ইসলাম সেলিম ( তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন মোঃ ইউছুপ উদ্দিন (চাকা-১১৩) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

১২ সদস্যবিশিষ্ট কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন- নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি সাইদুল কবির (দেয়াল ঘড়ি- ২০২), সহ-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন (বৈদ্যুতিক পাখা-১৪৪), অর্থ সম্পাদক মো. সোহেল রানা(টেলিভিশন -২৪৪), সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ (নলকূপ -১৯৫), শিক্ষা ও ধর্ম সম্পাদক মো. আলমগীর (হাঁস -২১৪), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. নুরুল আলম (কাপ-পিরিচ -১৯৫) । এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদে নির্বাচিতিরা হলেন, মোঃ রাশেদ, সুমন দাশ, মোঃ দিদারুল আলম ও আবদুল্লাহ আল আরমান।

ভোটে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার দিবাকর দাশ মান্না। প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী রমিজ আহমদ। নির্বাচন পরিচালনা পরিষদের দায়িত্ব পালন করেন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন তালুকদার।

নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন তালুকদার বলেন, ‘সকাল থেকে গণতান্ত্রিক পন্থায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে লাইনে দাড়িয়ে ভোটাররা তাদের ভোট প্রদান করেছেন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

জানুয়ারী, ০৮, ২০২১ at ১২:২৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএম/এমআরএইস