কোটি টাকার সম্পাদ লিখে নিয়ে মাকে ফেঁলে রেখেছে আস্থাকুড়ে

সাতক্ষীরার পাটকেলঘাটায় এক বয়োবৃদ্ধা মায়ের সর্বস্ব লিখে নিয়ে চরম অনাদরে ফেঁলে রাখার অভিযোগ উঠেছে সন্তানদের বিরুদ্ধে। সরেজমিন গিয়ে পাটকেলঘাটা পল্লীবিদ্যুৎ রোডে ৫০ লক্ষ টাকার নির্মাণাধীন ভবনের খোলা আকাশের নিচে রেখে দেওয়া হয়েছে জুলেখা নামের এক বয়োবৃদ্ধা কে।

তিন থেকে চার বছর সেখানে অবস্থায় করায় বর্তমানে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
বর্তমান তিনি এখন অন্যের সহযোগীতা ছাঁড়া চলতে-ফিরতে ওঠে বসতে পারেন না।
স্থানীয়রা জনান,বয়োবৃদ্ধা মহিলা জুলেখা বেগম (৬০) সাতক্ষীরা পাটকেলঘাটার শওকত হোসেনর স্ত্রী। ।তিনি মারা যাওয়ার পরে যেন তার স্ত্রীকে সন্তানেরা দেখাশোনা করে সে জন্য পাটকেলঘাটা বাজারে ৩০ লক্ষ টাকা মুল্যের একটি জমি জুলেখাকে লিখে দিয়ে যান।

কিন্তুু তার দেখভাল তো পরের কথা,বৃদ্ধা মহিলার সব লিখে নিয়ে সন্তানেরা পালিয়েছে।
এখন অন্যের দেওয়া খাবার খেয়ে কোন রকম জীবন ধারন করছেন।চলতে বা উঠতে না পারায় যেখানে ঘুমান সেখানে পয়- নিষ্কাশন করায় তিব্র দুর্গন্ধে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জুলেখা।

তার সন্তানেরা জমিতে বহুতল ভবন নির্মাণ করছে। সে মা সন্তানদের ভালোবেসে লক্ষ লক্ষ টাকার সম্পদ দিল সে মায়ের দেখভাল করা তো দূরের কথা এক মুঠো অন্ন তারা দিতে কুন্ঠিত বোধ করছেন। প্রাপ্ত সম্পত্তি জুলেখা তার প্রথম পক্ষের স্বামীর ঘরে জন্ম নেওয়া ২ মেয়ে জোৎস্না ও রেখা কে দলিল করে দিয়েছেন।এ বিষয়ে বড় মেয়ে জোৎস্নার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি নিজেই অসুস্থ! আমি কি ভাবে মাকে দেখবো।