জয়বাংলা সাংস্কৃতিক ঐক্য জোট সুইজারল্যান্ড শাখার প্রথম সভা অনুষ্ঠিত

জয়বাংলা সাংস্কৃতিক ঐক্য জোট সুইজারল্যান্ড শাখার প্রথম কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হল গত ২২শে নভেম্বর রবিবার।

বৈশ্বিক মহামারির কারনে সশরীরে উপস্থিত হবার সুযোগ না থাকায়, ৫০তম মহান বিজয় দিবস কে সামনে রেখে অনলাইনেই একত্রিত হন শাখার সকল সদস্য বৃন্দ।

শাখার সভাপতি পারভেজ ভুঁইয়ার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হোসনা শেখ-এর সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবং কেন্দ্রীয় কমিটির সুপরামর্শে অনলাইনে আগামি ১৮ই ডিসেম্বর শুক্রবার, আসন্ন মহান বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়।

আরও পড়ুন:
পটুয়াখালীতে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের মত বিনিময় সভা অনুষ্ঠিত
মঙ্গলবার মন্ত্রিসভার সদস্যদের নাম জানাবেন বাইডেন

এছাড়া, প্রিয় মাতৃভুমি বাংলাদেশে উগ্র ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীর সাম্প্রতিক কার্যকলাপ তথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য গুড়িয়ে দেয়ার মত অনা কাংক্ষিত ঘটনার তীব্র প্রতিবাদ জানান হয়।

কার্যকরী কমিটির সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নুরুল্লাহ চৌধুরী, স্বপন হালদার, রনি সাব্বির, সাঈদ জসীম, কানিজ ফাতিমা কেয়া এবং মুক্তা আক্তার।

একটি অসাম্প্রদায়িক, সংস্কৃতিমনা, বঙ্গবন্ধুর আদর্শ এবং দেশ প্রেমে উদ্বুদ্ধ নতুন প্রজন্ম সৃষ্টিতে এই সংগঠন কার্যকরী ভুমিকা রাখবে বলে সকল সদস্য আশাবাদ ব্যক্ত করেন।

২৩ নভেম্বর, ২০২০ at ১৮:০০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আক/আরএইচ