পাকিস্তানি গোলায় আরও এক ভারতীয় সেনা নিহত

জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনাদের গোলায় রাতে আরও ভারতীয় সেনা নিহত হয়েছেন। এনিয়ে বিএসএফের এক অফিসারসহ পাঁচ জওয়ান নিহত হয়েছেন।

শুক্রবার এই সংঘাতের ঘটনায় ছয় বেসামরিক ভারতীয়সহ মোট ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে এই সময়।

ভারতীয় সেনা কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার জম্মু-কাশ্মীরের গুরেজ ও উরি সেক্টরে একাধিকবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনারা গোলাবর্ষণ করে। এতে শহিদ হন পাঁচ সেনা।

শ্রীনগরের প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, পাকিস্তান মর্টার ছাড়াও অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনবসতিপূর্ণ এলাকাগুলোকে টার্গেট করা হয়েছিল।

এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম ভারতীয় সেনাদের হামলায় এক সেনাসহ ছয় পাকিস্তানি নিহত হয়েছে বলে জানিয়েছে। আরও পাঁচ সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে জিও টিভি।

জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচণায় সংঘর্ষবিরতি লঙ্ঘনের জন্য পরস্পরকে দায়ী করেছে ভারত ও পাকিস্তান।

ভারতের দাবি, বিচ্ছিন্নতাবাদীদের অনুপ্রবেশের সুযোগ করে দিতে এই হামলা চালায় পাকিস্তানি সেনারা যা তারা রুখে দিয়েছেন।

অন্যদিকে পাকিস্তানের দাবি, কাশ্মীরের মুক্তিযোদ্ধাদের হাতে ধরাশায়ী হয়ে প্রতিশোধ নিতে হামলা চালিয়েছে ভারতীয় সেনারা যার সমুচিত জবাব দিয়েছেন তারা।

১৪ নভেম্বর, ২০২০ at ১২:০৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরু/এমএআর