নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোঃ শফিউল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে আওয়ামিলীগ সরকারের সকল পদক্ষেপ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অনুরোধ জানান।

এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কাজের প্রশংসা করে বলেন.মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সে জন্য প্রশাসনকে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে উপজেলার বিভিন্ন স্পষ্ট চিহ্নিত করে মাদকাসক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। এসময় তিনি নাইক্ষ্যংছড়ি থেকে মাদক, সন্ত্রাসবাদসহ সব ধরনের অপরাধ নির্মূল করতে প্রশাসনকে আরো আন্তরিকতার সহিত কাজ কারার আহ্বান জানান।

সভায় বক্তারা অপরাধ দমনে সবসময় সতর্ক থাকার কথা উল্লেখ্য করেন। এছাড়াও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক আলোচনা হয়।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সহকারি কমিশানার ভুমি আশারাফুল হক ,থানা’র অফিসার ইনচার্জ (তদন্ত) বেলাল হোসেন, পার্বত্যমন্ত্রীর প্রতিনিধি খাইরুল বাশার, ভাইস চেয়ারম্যান মংহ্লা মামা, নাইক্ষ্যংছড়ি হাজী এম. এ কালাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও, আ, ম রফিকুল ইসলাম, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদিন খালেদ, মুক্তিযোদ্বা কমান্ডার রাজা মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ ইমরান, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, দৌছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিব উল্লাহ,বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভাঃ) জাহাঙ্গীর আলম কাজল,দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, ডাঃ সিরাজুল হক, ১১ বিজিবির প্রতিনিধি সুবেদার শামছুল আলম,৩৪ বিজিবির প্রতিনিধি সুবেদার সিরাজুল হক, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা তাহেরা বেগম, ওজিফা খাতুন রুবি।

মাসিক আইন শৃঙ্খলা সভায় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার লোকজন উপস্থিত ছিলেন