করোনায় নোবেল পুরস্কার অনুষ্ঠান স্থগিত

মহামারি করোনা পরিস্থিতির কারণে সুইডেনের রাজধানী স্টোকহোমে এবার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও সম্মানজনক নোবেল পুরস্কার বিতরণের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

তবে সরাসরি অনুষ্ঠান আয়োজন না করা হলেও অনলাইনে অনুষ্ঠান পরিচালনা করা হবে। এতে চলতি বছরের নোভেল বিজয়ীরা নিজ নিজ দেশ থেকে ভার্চুয়ালি অংশ নিবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

সাধারণত প্রতিবছর ডিসেম্বর মাসে নোবেল পুরস্কার বিজয়ীদের সুইডেনের রাজধানী স্টোকহোমে পুরস্কার গ্রহণের জন্যে আমন্ত্রণ জানানো হয়। এবং অনাম্বর অনুষ্ঠানের মাধ্যমে সুইডেনের রাজা বিজয়ীদের মাঝে মেডেল ও ডিপ্লোমা দেয়া হয়ে থাকে। তবে করোনা পরিস্থিতি বিবেচনা করে মেডেল এবং ডিপ্লোমা বিজয়ীদের নিজ নিজ দেশে প্রেরণ করা হবে, যা নোবেল প্রাইজের শুরুর পর থেকে এবারই প্রথম করা হচ্ছে।

এ বছরের চিকিৎসা বিজ্ঞান, পদার্থ, রসায়ন, সাহিত্য, অর্থনীতি এবং শান্তিতে নোবেল প্রাইজ অক্টোবরের ৫-১২ তারিখের মধ্যে ঘোষণা করা হবে বলে জানা গেছে।

২৩ সেপ্টেম্বর, ২০২০ at ১৩:২৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/মাক/এমএআর