নাইক্ষ্যংছড়িতে আর্ন্তজাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় আর্ন্তজাতিক শান্তি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় র‍্যালী শেষে নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে একেএস ও গ্রাউসের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একেএস অনন্যা কল্যাণ নামের এ সংগঠনের এল,ভি,এম,এফ কমিটির সদস্য মংনু অং মার্মার সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মং শৈ অং মার্মা।

বক্তারা বলেন একটি যুদ্ধবিহীন বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহিত প্রস্তাব অনুসারে প্রতি বছর সেপ্টম্বর মাসের ‘তৃতীয় মঙ্গলবার’ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার দিনটিকে আর্ন্তজাতিক শান্তি দিবস ‘ হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সে হিসাবে দিবসটি নাইক্ষ্যংছড়িতে একেএস অনন্যা কল্যাণ নামের এ সংগঠন পালন করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী,সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম কাজল, উপজেলা স্কাউট সম্পাদক ছৈয়দুল বাশার,জারুলিয়া ছড়ি মৌজা হেডম্যান মই অং মার্মা প্রমূখ।

২১ সেপ্টেম্বর, ২০২০ at ২১:৩৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএকে/এমএএস