ভারতে করোনায় মৃত্যু ৮০ হাজার ছাড়াল

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিদিন মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছেই। ভয়ংকর অদৃশ্য এই ভাইরাসে প্রতিবেশী দেশ ভারতে এখন পর্যন্ত ৮০ হাজার ৮০৮ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৪৯ লাখ ৩০ হাজার ২৩৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৮ লাখ ৫৯ হাজার ৩৯৯ জন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) করোনার বৈশ্বিক আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৮১ হাজার ৯১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েঠে ১ হাজার ৫৪ জনের। এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৯ হাজার ২০২ জন করোনা রোগী।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম ও গুজরাট।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২১ হাজার ৯৯৫ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৬ হাজার ৪২০ জন, কর্ণাটকে ৪ হাজার ৬১৫ জন এবং দিল্লিতে ৪ হাজার ২৮৪ জন।

এদিকে সারা বিশ্বে করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দুই কোটি ৯৪ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা নয় লাখ ৩২ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন দুই কোটি ১২ লাখের বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও চার হাজার ১৫৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২ লাখ ৫৯ হাজার ৩৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন দুই লাখ ৪৮ হাজারের বেশি মানুষ।

১৫ সেপ্টেম্বর, ২০২০ at ১০:৫১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/মাক/এমএআর