অস্ত্র কোম্পানিগুলোকে খুশি করতে যুদ্ধ বাধায় পেন্টাগন কর্মকর্তারা: ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে গোটা পৃথিবীতে যুদ্ধ লাগিয়ে রাখতে চায় তার একটা বর্ণনা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা অস্ত্র তৈরির কোম্পানিগুলোকে খুশি করতে যুদ্ধ ছাড়া আর কিছু চান না!

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমন অভিযোগ সেই আদিকাল থেকে। তবে এর আগে কোনো প্রেসিডেন্ট সচেতন কিংবা অবচেতনভাবে এভাবে বিষয়টি স্বীকার করেননি।

ট্রাম্পের এই কথার সঙ্গে বাস্তবতার আসলেই অনেক মিল আছে। ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন ডিফেন্স কন্ট্রাক্টর প্রতিষ্ঠান ৩৮০ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এর মধ্যে জেনারেল ২৫ জন, অ্যাডমিরাল ৯ জন, লেফটেন্যান্ট জেনারেল ৪৩ জন এবং ২৩ জন ভাইস অ্যাডমিরাল।

সোমবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, পেন্টাগনের শীর্ষ ব্যক্তিরা যুদ্ধ ছাড়া সম্ভবত আর কিছুই চান না যাতে, সুন্দর সুন্দর যেসব কোম্পানি বোমা ও বিমান বানায় তারা স্বাস্থ্যবান থাকে।’

‘কর্মকর্তারা আমাকে পছন্দ করেন না। কারণ আমি যুদ্ধ থামিয়ে রাখতে চাই।’

০৯ সেপ্টেম্বর, ২০২০ at ১২:৪০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরু/এমএআর