ভারতে ফের একদিনে ৯০ হাজার শনাক্ত

করোনাভাইরাসের (কভিড-১৯) বর্তমান হটস্পট ভারতে টানা দৈনিক সংক্রমণ হচ্ছিল ৯০ হাজারের বেশি। তবে সোমবার সেটা কমে ৭৫ হাজারে নেমে আসে। কিন্তু পরদিনই শনাক্ত আবার প্রায় ৯০ হাজারে গিয়ে দাঁড়ায়।

ওয়ার্ল্ডো মিটারের বুধবার সকালের তথ্য অনুযায়ী, মঙ্গলবার একদিনে ভারতে করোনা শনাক্ত হয়েছে ৮৯ হাজার ৮৫২ জন। মারা গেছেন ১ হাজার ১০৭ জন। আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ৭৫ হাজার ২২ জনের শরীরে। ওই দিন মারা যান ১ হাজার ১২৯ জন।

বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে এখন পর্যন্ত ৪৩ লাখ ৬৭ হাজার ৪৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৭৩ হাজার ৯২৩ জন।

ভারতে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৩০ লাখ থেকে ৪০ লাখ হতে সময় লেগেছে মাত্র ১৩ দিন। করোনা-বিধ্বস্ত যুক্তরাষ্ট্রেও সংক্রমণে এর চেয়ে বেশি সময় লেগেছিল।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ দাঁড়িয়েছে ২ কোটি ৭৭ লাখ ৩৩ হাজার ৮১৯ জনে। এখন পর্যন্ত ৯ লাখ ১ হাজার ৮৩৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১ কোটি ৯৮ লাখ ২৭ হাজার ৬৮৯ জন।

০৯ সেপ্টেম্বর, ২০২০ at ১১:২৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরু/এমএআর