তাপমাত্রা বাড়তে পারে

দেশে তাপমাত্রা রয়েছে বাড়তির দিকে। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, আজ দেশে তাপমাত্রা আরও বাড়তে পারে।

এদিকে আজ শুক্রবারও (৪ সেপ্টেম্বর) গতকালের মতো দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

০৪ সেপ্টেম্বর, ২০২০ at ১১:৩৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/মাক/এমএআর