প্রেমিকাকে রাজকীয় উপাধি ফিরিয়ে দিলেন থাই রাজা

বিশ্বাসঘাতকতার অভিযোগে নিজের সাবেক দেহরক্ষী ও প্রেমিকাকে দেওয়া যে রাজকীয় উপাধি কেড়ে নেওয়া হয়েছিল তা আবারও ফিরিয়ে দিয়েছেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন।

সিনিনাত ওয়ংভাজিরাপাকদি থাই রাজা ভাজিরালংকর্নের দেহরক্ষী ছিলেন। এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে গত বছরের মে মাসে বিয়েতে গড়ায় সেই প্রণয়।

কিন্তু বিয়ের মাত্র তিন মাস পরই ৩৮ বছর বয়সী সিনিনাত ওয়ংভাজিরাপাকদির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও উচ্চাভিলাষের অভিযোগে ‘চাও কোন ফ্রা’ তথা ‘রয়্যাল নভেল কনসোর্ট’ উপাধি কেড়ে নেওয়া হয়। অন্যায়ভাবে রানী হওয়ার চেষ্টার অভিযোগও ছিল তার বিরুদ্ধে।

সেসব অভিযোগ প্রত্যাহার করে বুধবার থাই রাজার এক ফরমানে সিনিনাতবে উপাধি ফিরিয়ে দিয়েছেন বলে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে। ফরমানে বলা হয়, “ওংভাজিরাপাকদী কলঙ্কিত নয়। সে আগের মতো মিলিটারি র‍্যাংক ও রাজকীয় উপাধি নিয়ে থাকবে।”

রাজকীয় উপাধি কেড়ে নেওয়ায় গত অক্টোবর থেকে কোনো জনসমাগমে দেখা যাচ্ছিল না ওয়ংভাজিরাপাকদিকে।

২০১৬ সালে সাবেক রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যুর পর দেশটির সাংবিধানিক রাজা হন ৬৬ বছরের মহা ভাজিরালংকর্ন। তিনি এর আগে তিনবার বিয়ে করেছেন এবং তাদের ছাড়াছাড়িও হয়ে গেছে। তার সাতটি সন্তান রয়েছে।

০৩ সেপ্টেম্বর, ২০২০ at ১২:৫০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/ডিবি/এমএআর