জাতীয় দলের ৪ ফুটবলার করোনায় আক্রান্ত

ক্যাম্প শুরুর দিনই বড়ই ধাক্কা খেতে হলো জাতীয় ফুটবল দলকে। ক্যাম্প শুরুর আগেই করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ জাতীয় দলের চার ফুটবলার। ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের লড়াই এর জন্য প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলতে এ মাসেই শুরু হবে অনুশীলন।

৩১ জন ফুটবলারের গাজীপুরের সারাহ রিসোর্টের ক্যাম্পে ওঠার কথা থাকলেও প্রথম দিনে ১২ জনের মধ্যে ক্যাম্পে উঠতে পারেননি চারজন। এর মধ্যে বিশ্বনাথ ঘোষ আক্রান্ত ছিলেন আগেই এবং নতুন করে যুক্ত হলেন বাবলু, নাজমুল ইসলাম রাসেল ও সুমন রেজা।

প্রথম ধাপে ক্যাম্পে যোগ দেওয়া আট ফুটবলার হলেন- মাহবুবুর রহমান সুফিল, পাপ্পু হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, মানিক হোসেন মোল্লা, মোহাম্মদ আব্দুল্লাহ, ইয়াসিন আরাফাত, বিপলু আহমেদ ও এসএম মঞ্জুরুর রহমান মানিক।

এদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এখন আছেন ডেনমার্কে। প্রথমবারের মতো ডাক পাওয়া কাজী তারিক রায়হান ফিনল্যান্ডে। সর্বশেষে তারা যোগ দেবেন ক্যাম্পে। কারণ করোনার জন্য বিমান যাত্রা এখনো স্বাভাবিক হয়নি।