ফরিদপুর চিনিকলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের ৮ শতাধিক শ্রমিক কর্মচারীদের ঈদ ইল আযহার বোনাস ও মে, জুন, জুলাইসহ মোট তিন মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে আজ মঙ্গলবার সকাল ৯ টা হতে ১০ টা পর্যন্ত চিনিকলের প্রধান ফটকে শ্রমিক কর্মচারী কর্তৃক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কাজল বসু, সহ সভাপতি মনিরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আব্দুল বারিক, অর্থ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু মিয়া, শ্রমিক নেতা আবুল বাসার বাদশা প্রমুখ।

সমাবেশ পরবর্তী একটি বিক্ষোভ মিছিল চিনিকলের এমডি ভবন, প্রধান সড়ক, প্রধান গেট প্রদক্ষিন করে। চলতি বছর ফরিদপুর চিনিকলের ৪ হাজার ৫ শত ৪৩ হাজার মেট্রিকটন চিনি উৎপাদন করেছে। শ্রমিক কর্মচারীদের বোনাস বাবদ প্রায় ৭৫ লক্ষ টাকা ও তিন মাসের বকেয়া বেতন ভাতার টাকার পরিমান প্রায় ৩ কোটি টাকা।

এ ছাড়া অবসর প্রাপ্ত শ্রমকি কর্মচারীদের বকেয়া গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড,মজুরি কমিশনের প্রায় ২৫ কোটি টাকা পাওনা রয়েছে। শ্রমিক নেতৃবৃন্দ চিনি শিল্পকে টিকিয়ে রাখতে ও বেতন ভাতা পরিশোধের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছে। এদিকে ঈদের আগেই বেনাস ও বেতন ভাতা পরিশোধের দাবি জানান।