ব্যবধান

একি ! ব্যবধান দেখি জগতে
চারিদিকে শুধুই ব্যবধান
আমরা সভ্য সমাজে সাহেবের বেশে থাকবো
আর ওরা থাকবে সারাজীবন কুঁড়ে ঘরে …
কিন্তু, বিবেকের দৃষ্টিতে সকলেই তো সমান
একজন মুজিবের রক্তে যে দাম, একজন সাহেবের রক্তেও সে দাম
একজন মুজিবের জীবনের যে দাম, একজন সাহেবের রক্তেও সে দাম
তাইতো গণতন্ত্র সকলের ভোটের অধিকার সমান, সকলের ভোটের মূল্য এক।

তবে কেন এই ব্যবধান?
সেদিন দেখলাম, আমাদের বাড়ীর পাশে আকাশচুম্বী এক অট্টালিকা দিয়েছে কে যেন?
ঠিক তার নীচে কুঠরি করে বাস করছে সেই অট্টালিকার রাজমিস্ত্রি
জিজ্ঞাস করলাম, ‘’তোমার বাড়ী কি কাঁচা নাকি পাকা?’’
অস্ফুটে সে বলে উঠল, না, আমার বাড়ী কাঁচা।

বললাম, সারাজীবন তাহলে কি করলে?
অট্টালিকা, প্রাসাদ, আকাশচুম্বী ভবন তৈরি করেছ মানুষের ।

দশ দিগন্তের তোমার সুনাম, তুমি বিখ্যাত রাজমিস্ত্রি
মিস্ত্রির রাজা তুমি
অথচ তুমি থাকো কুঁড়ে ঘরে ।

তাহলে, তোমার কি কোনো আফসোস হয় না?
একি ! ব্যবধান দেখি জগতে

 

লেখক- দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী
সরকারি মহিলা কলেজ ,যশোর।

জুন ২৪, ২০২০ at ২০:০৬:৩৩ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআইএম/তআ