আফ্রিকায় ছড়াতে শুরু করেছে করোনা

এতদিন বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে আফ্রিকা মহাদেশ করোনাভাইরাস পরিস্থিতির দিক থেকে অনেকটা ভালো থাকলেও সেই অবস্থার ক্রমাবনতি হচ্ছে। মহাদেশটিতে করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এই মহাদেশে ৫৪টি দেশের মধ্যে বর্তমানে ১০টি দেশে করোনাভাইরাস পরিস্থিতি খারাপের দিকে এগোচ্ছে। এর মধ্যে অবস্থা সবচেয়ে উদ্বেগজনক দক্ষিণ আফ্রিকার। গত পাঁচ দিনে ১০ হাজারের বেশি মানুষের শরীরে কভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে বলে সরকারি হিসেবে বলা হয়েছে।

করোনা নিয়ে দক্ষিণ আফ্রিকা সরকারের তথ্য-উপাত্ত তুলে ধরে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পাঁচ দিনে দেশটিতে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। তাতে শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৯২৭ জন।

আরও পড়ুন :
জুনের তৃতীয় সপ্তাহে লাফ দিয়ে বাড়বে সংক্রমন!
করোনায় সাড়ে ১০ ঘণ্টার ব্যবধানে ৪ চিকিৎসকের মৃত্যু
কুকুর দিয়েই করোনা রোগী শনাক্ত করতে পারছে ফ্রান্স, সাফল্য ৯৫%

অথচ গত সোমবার পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৫০ হাজার ৮৭৯ জন। লকডাউন শিথিল করার পরই দেশটিতে কভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যে বলা হয়েছে, আফ্রিকা মহাদেশের মোট আক্রান্তের প্রায় ২৫ শতাংশই দক্ষিণ আফ্রিকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত তাদের ১ হাজার ৩৫৪ জন নাগরিকের মৃত্যু হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় গত মার্চে। দেশটির আক্রান্তের দুই-তৃতীয়াংশই ওয়েস্টার্ন ক্যাপটাউন প্রদেশে। এই অঞ্চলটি পর্যটনদের জন্য খুব জনপ্রিয় গন্তব্য।

জুন ১৩, ২০২০ at ১৩:০১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরু/এমএআর