ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন দেওয়া প্রিয়াঙ্কারা কেন বর্ণবাদবিরোধী?

তারা নিজেরা ত্বক সাদা করার ক্রিমের বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকা আয় করেন। আর এখন আমেরিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করছেন। প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু দিশা পাটানির মতো বলিউড তারকার এমন ‘দ্বৈত আচরণে’ নেটিজেনরা রীতিমতো ক্ষুব্ধ।

গত সপ্তাহে বলিউড নায়িকাদের ভেতর প্রথম বর্ণবাদের প্রতিবাদ করেন দিশা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘সব রং-ই সুন্দর।’

পন্ডসের বিজ্ঞাপনে কাজ করা দিশা এমন মন্তব্য করে টুইটারে সমালোচনার মুখে পড়েন।

জিন্দা গোরপান নামের এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘আপনি তো ফেয়ারনেস ক্রিমের জন্য কাজ করেন।

আরও পড়ুন :
অন্তঃসত্ত্বা নাতাশাকে বিয়ে করলেন হার্দিক
পাবলিসিটির জন্য কাদা ছোড়াছুড়ি করছেন শ্রীলেখা!
মাধুরীর চোখেও সেরা দীপিকা

আরেকজন লিখেছেন, ‘আপনি কেন এমন কথা বলছেন? আপনার মুখে এসব মানায় না।’

সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া গার্নিয়ার ক্রিমের বিজ্ঞাপন দিয়ে থাকেন। যুক্তরাষ্ট্রের জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদ করে তিনি লিখেছেন, ‘আমি নিশ্বাস নিতে পারছি না।’ এর সঙ্গে বর্ণবাদের বিরোধিতা করে বিশাল এক প্রতিবাদলিপি জুড়ে দিয়েছেন।

তার এই পোস্ট দেখে টুইটারে একজন লিখেছেন, ‘দুঃখিত, আপনি কোনোদিন তো দাঙ্গার বিরুদ্ধে কথা বলেননি, কাশ্মীরের লকডাউন নিয়ে মুখ খোলেননি, সহকর্মী অভিনেতা-অভিনেত্রীদের অসহায়ত্ব নিয়ে আওয়াজ তোলেননি।’

আরেকজনের মন্তব্য, ‘কেউ আপনার বাছাই করা ক্ষোভ দেখতে চায় না। আপনারা কেন এসব কথা বলছেন?’

জুন ০৭, ২০২০ at ১৪:১৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরু/এমএআর