খুচরা ও পাইকারি লিচুর বাজার এখন বড় মাঠে

দিনাজপুর জেলা প্রতিনিধি: লিচু ব্যবসায়ীদের কথা ভেবে এবং করোনা সংক্রমণ ঠেকাতে দিনাজপুরে এবার লিচুর খুচরা ও পাইকারি বাজার বসেছে গোর-এ শহীদ বড় ময়দানের পুলিশ ক্যাফেটেরিয়ার সামনে।

আজ সোমবার দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম লিচুর এই খুচরা ও পাইকারি বাজারের উদ্বোধন করেন।

আরো পড়ুন:
সর্বোচ্চ নম্বর পেয়ে উপজেলা সেরা পিতৃহারা আসিব হোসেন মুবিন
একজন অন্য মায়ের শ্রেষ্ঠ উপহার আমির হামজা তালিব

উদ্বোধন শেষে জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেন, “করোনা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতে ক্রেতা বিক্রেতাদের মাঝে সামাজিক দূরত্বসহ সকল ধরনের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে দিনাজপুর পৌরসভার মধ্যে অবস্থিত সকল মৌসুমী ফলের বাজার (পাইকারি ও খুচরা) গোর-ই-শহীদ বড় ময়দানে স্থানান্তর করা হয়েছে। এই স্থানান্তরের মাধ্যমে ফল চাষী, ফল ব্যবসায়ী এবং ক্রেতা সাধারন সকলেই উপকৃত হবে।

এ সময় জেলা প্রশাসক বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং লিচু চাষী ও ফল ব্যবসায়ীদের সাথে কথা বলেন।

লিচু চাষী এবং ফল ব্যবসায়ীরা জানান, এই স্থানান্তরের ফলে লিচু বিপণন, পরিবহন, দেশের বিভিন্ন স্থানে প্রেরণে তাদের কোন সমস্যা হচ্ছে না বরং সুবিধা হয়েছে।

উল্লেখ্য যে, পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের দুটি প্রতিষ্ঠানের বুথ স্থাপন করা হয়েছে। ক্রেতারা ইচ্ছা করলে এখান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ফল পাঠাতে পারবেন।

মে ২৯, ২০২০ at ১৯:৩৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/পিআরজি/আরএইচ