চুয়াডাঙ্গায় নির্দেশনা অমান্য করে দোকান খোলায় জরিমানা

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা না মেনে দোকান খোলায় চুয়াডাঙ্গায় দোকান মালিক ও ক্রেতাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এবং দোকান মালিকদের সতর্ক করে দেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ও ফিরোজ হোসেন বুধবার বেলা ১২টায় এই অভিযান পরিচালনা করেন।

আরো পড়ুন :
নিরাপদ নয় জুম!
ধেয়ে আসা আমফানে উপকূলজুড়ে ভাঙন আতঙ্ক
আজ পবিত্র শবে কদর

নির্বার্হী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস জানান, জেলা প্রশাসকের নির্দশনা অমান্য করে গোপনে শহরের বড় বাজার কাপড়ের গলিতে কয়েকটি দোকান খোলে। মার্কেট খোলার সংবাদ পেয়ে সকালে অভিযান চালানো হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট একে একে ২৬৯ ও সংক্রমণ প্রতিরোধ নিমূল অমান্য ২০১৮ ধারায় দুই দোকান মালিককে এক লক্ষ দুই হাজার ও ৬ জন ক্রেতাকে পাঁচ হাজার পাঁচশত টাকা জরিমানা করে।

মে ২০, ২০২০ at ১৭:৩৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/টিআর/এএডি