নিরাপদ নয় জুম!

করোনাভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে চলছে কোয়ারেন্টাইন ও লকডাউন। বিশ্ব যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন হলেও এবার লকডাউনের কারণে তার ব্যবহারটা হঠাৎ করেই যেন বেড়েছে। যোগাযোগে নানা ধরনের মাধ্যম ব্যবহার করা হলেও অনলাইনে অফিসিয়াল কার্যক্রম সেরে নিতে হঠাৎ করেই জুমের ব্যবহার তুঙ্গে।

বিশেষ করে একসাথে অধিক সংখ্যক ব্যক্তি ভিডিও কনফারেন্সে কথা বলতে যে সুবিধা দিচ্ছে জুম, তা অন্যসব মাধ্যম বা অ্যাপসের মধ্যে নেই বলে জুম খুব বেশি জনপ্রিয়তা পেয়েছে। ব্যক্তিগত আলাপচারিতার চেয়ে অফিসিয়াল কার্যক্রমে জুমকেই বেশি ব্যবহার করছেন সবাই।

তবে বার বার অভিযোগ আসছে জুম অ্যাপের স্বচ্ছতা নিয়ে। ভারতের অন্যতম সাইবার নিরাপত্তা সংস্থা ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম শুরু থেকেই জুম নামের অনলাইন প্ল্যাটফর্মটি নিরাপদ নয় বলে জানিয়ে আসছিল। ভারতীয় সকল কাজে অ্যাপটির ব্যবহারে সতর্কতাও জারি করেছে সরকার।