রাজশাহী নগরীতে বিদেশী পিস্তল ম্যাগাজিনসহ তিন ছিনতাইকারী আটক

রাজশাহী নগরীতে বিদেশী পিস্তলসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুর পৌঁনে ২টার দিকে মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধিন হেতেমখাঁ গোরস্থানের পাশের পানির পাম্পের সামনে থেকে তাদের আটক করে এসআই ইফতেখার মোহাম্মদ আল আমিন ও সঙ্গীয় ফোর্স।

এ সময় তাদের নিকট থেকে ১টি ৭.৬৫ মি.মি সিলভার কালারের বিদেশী পিস্তল, ১টি লোহার ম্যাগাজিন ও ২ রাউন্ড সচল গুলি উদ্ধার করা হয়।

আরো পড়ুন :
ত্রিশ অসুস্থ ব্যক্তিকে সমাজসেবা অফিসের ১৫ লক্ষ টাকা অর্থসহায়তা প্রদান
মসজিদের ইমাম, মোয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ
এডিবির অর্থায়নে ২২ জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন

আটককৃতরা হলো: নগরীর বোয়ালিয়া থানাধিন হেতেমখাঁ ছোট মসজিদ এলাকার মৃত কুদরত আলী দুই ছেলে মোঃ রায়হান পাপ্পু (২৬) ও জানা ওরফে জনি (৩০), অপরজন শাহমখদুম থানাধিন মধ্য নওদাপাড়া এলাকার (আবুল এর বাড়ীর ভাড়াটিয়া), মোঃ আশরাফুল ইসলাম জনি (২৮)।

জানতে চাইলে বোয়ালিয় থানার অফিসার ইনচার্জ ওসি নিবারন চন্দ্র বর্মণ জানান, আটককৃতরা অস্ত্রসহ অপরাধমূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে নিজেদের মধ্যে আলাপ চারিতা করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হেতেমখাঁ গোরস্থানের পাশের পানির পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়েছে। তবে তাদের মধ্যে জানা একজন পেশাদার ছিনতাকারী বলে জানা গেছে।

আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

মে ১৮, ২০২০ at ১৯:১০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআর/এএডি