মানবতার সেবায় একজন পুলিশ সদস্য

গত ১৬ মে ফেসবুকে ভাইরাল হওয়া অসহায় হিমালি বেগমের অসহায়ের খবর প্রকাশ হলে হৃদয় বিদারক এ দৃশ্য দেখে অসহায় মহিলার জন্য মানবতার হাত বাড়িয়ে দিলেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের দাইরপোল গ্রামের একজন পুলিশ সদস্য রাজন জোয়ার্দ্দার। তিনি দীর্ঘদিন ধরে খুলনায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত আছেন। তিনি অসহায় হিমালি বেগমের জন্য ইফতার সামগ্রী ও ঈদ উপহার তার বাড়িতে পৌঁছে দিয়েছেন।

আরো পড়ুন :
গাইবান্ধায় করোনা সংক্রমন রোধে শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ৩ ব্যবসায়িকে জরিমানা
আলমডাঙ্গায় সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

ইফতার সামগ্রী ও ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমাদের মত অসহায়ের দেখার মত কেউ নাই। দীর্ঘদিন ধরে অসহায়ের মধ্যে আছি। এলাকার জনপ্রতিনিধিদের কাছে বার বার বলা সত্ত্বেও আমার জন্য কেউ এগিয়ে আসেনি। আমি অসহায় আমি শুধু বেঁচে থাকার অধিকার টুকু চাই।

এ বিষয়ে পুলিশ সদস্য রাজন জোয়ার্দ্দার বলেন, ইফতারির জন্য আঁধা পঁচা ভাত ফেসবুকে দেখার পরে আমার হৃদয়টা কেঁদে উঠেছিল। আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবেও অসহায় এই মানুষটির পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমাদের মত যারা সামর্থবান আছেন, সমাজে প্রতি দায়বদ্ধতা থেকেই অসহায় এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ান।

মে ১৮, ২০২০ at ১৭:১৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএম/এএডি