আলমডাঙ্গায় সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গা জেলাৱ আলমডাঙ্গায় সাপের কামড়ে দশম শ্রেণীর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাপের কামড়ে মৃত বিদ্যুৎ হোসেন আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের চরপাড়া গ্রামের তানহার আলির ছেলে ও জেসিডি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

আরো পড়ুন :
সাংবাদিকের উপর হামলার ঘটনায় মাদ্রাসার সভাপতি ও সুপারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
উন্মুক্ত লটারীর মাধ্যমে বোরো ধান সংগ্রহ
“সেই আমরা গ্রুপ” এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরন

জানা গেছে, রোববার রাতে বিদ্যুৎ হোসেন বাড়ির পাশে স্কুলের শহিদ মিনারের ওপর বসেছিল। এসময় বিষধর একটি সাপ তার পায়ে কামড় দেয়। বাড়ি এসে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায় স্কুলছাত্র। প্রথমে তাকে স্থানীয় কবিরাজের কাছে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মে ১৮, ২০২০ at ১৬:৫৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/টিআর/এএডি