নির্দেশনা অমান্য করে দোকান খোলায় ক্রেতা বিক্রেতাসহ ২৪ জনকে জরিমানা

চুয়াডাঙ্গায় করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলায় ২৪ জনকে ৭৫ হাজার ৯’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের নিউমার্কেটে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন, হাবিবুর রহমান ও জান্নাতুল ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন।

আরো পড়ুন :
গাইবান্ধায় করোনা সংক্রমন রোধে শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ৩ ব্যবসায়িকে জরিমানা
আলমডাঙ্গায় সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

এ সময় দোকান মালিক, দোকান কর্মচারী ও ক্রেতাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। পরে ব্যবসায়ীরা আগামীতে দোকান খুলবে না বলে অঙ্গিকার করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন জানান, ভোর সাড়ে ৫টা থেকে চুয়াডাঙ্গা শহরের নিউ মার্কেটের ব্যবসায়ীরা দোকান খোলা রেখে বেচাকেনা করছেন।

এমন সংবাদে অভিযান চালানো হয়। মার্কেটে গিয়ে দেখা যায় বাইরে থেকে তালা মেরে ভিতরে কেনাবেচা করছে।

মে ১৮, ২০২০ at ১৭:২৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/টিআর/এএডি