অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন আনিসুল

করোনা পরিস্থিতিতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্দেশনায় সুনামগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক তাহিরপুর উপজেলা চেয়ারম্যান আনিসুল হকের উদ্যোগে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে দিনমুজুর, অসহায়, কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

রবিবার উপজেলার বাদাঘাট ইউনিয়নের ০৮নং ও ০৯নং ওয়ার্ডে ৪১৪টি পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আরো পড়ুন :
পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ি আটক
ঘুর্ণিঝড় আম্পান মোকাবেলায় পাইকগাছা উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
পাইকগাছায় জ্বর ও শ্বাসকষ্টে মৃত ব্যক্তিসহ ২৮ জনের করোনা নেগেটিভ

খাদ্য সমগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আবুল হুদা,বাদাঘাট ইউনিয়নের ০৯নং ওয়ার্ড বিএনই’র সভাপতি ও অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা উসমান গণি, বাদাঘাট ইউনিয়ন বিএনপি’র সেক্রেটারি ও সাবেক ইউপি সদস্য নুরুল্লাহ, বাদাঘাট ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আলাল উদ্দিন,তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, বাদাঘাট ইউনিয়নের ০৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবদল নেতা সবুজ মিয়া, তাহিরপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী সভাপতি, আবুল কালাম, উপজেলা ছাত্রদল নেতা আরিফ আহমেদ তালুকদার, জমির হোসেন, অভি আহমেদ অপু, শেখ সারোয়ার, মজিবুর রহমান, রুহুল আমিন রানা, আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

আনিসুল হক জানান, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে করোনাভাইরাস বিশ্বমহামারির ফলে সারাদেশে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ করেছি আর এ পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাত হাজারের অধিক দিনমুজুর পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছি। ধারাবাহিক এই খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

মে ১৭, ২০২০ at ১৯:৩১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/জেএ/এএডি