পাইকগাছায় জ্বর ও শ্বাসকষ্টে মৃত ব্যক্তিসহ ২৮ জনের করোনা নেগেটিভ

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জ্বর ও শ্বাসকষ্টে মৃত ব্যক্তিসহ গত একমাসে নমুনা সংগ্রহকারি ২৮ জন সকলের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে।

সর্বশেষ উপজেলার চাঁদখালী ইউনিয়নের কলমিবুনিয়া এলাকার তারাপদ সরদার নামে এক ব্যক্তি ডায়রিয়া জনিত কারনে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জ্বর ও শ্বাসকষ্টে গত বুধবার রাতে তারাপদ মৃত্যুবরণ করে। হাসপাতাল কর্তৃপক্ষ তারাপদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের পিসিআর ল্যাবে পাঠায়। করোনা উপসর্গ নিয়ে তারাপদের মৃত্যু হয়েছে এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে এক ধরনের উদ্বেগ ও উৎকন্ঠা দেখা দেয়।

আরো পড়ুন :
চাঁদখালীতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের খাদ্য সামগ্রী বিতরণ
চেয়ারম্যান এনামুল রাতের আঁধারে দরিদ্র পরিবারের দরজায় খাদ্য নিয়ে হাজির
সিএসপিএইচ’র উদ্যোগে ঈদের উপহার সামগ্রী বিতরণ

সবাই তাকিয়ে থাকে তার রিপোর্টের দিকে। অবশেষে শনিবার রাতে তারাপদের নেগেটিভ রিপোর্টের খবর পান হাসপাতাল কর্তৃপক্ষ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার জানান-তারাপদসহ এ পর্যন্ত ২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ১৭ মে পর্যন্ত সকলের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে।

মে ১৭, ২০২০ at ১৮:৪৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/ইএইচ/এএডি