জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত

শনিবাৱ(১৬ মে) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনা এবং জেলা প্রশাসকেৱ তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এর নেতৃত্বে সদর উপজেলার ডিঙ্গেদহ ও চারমাইল এলাকায় বিভিন্ন মুদিখানাসহ অন্যান্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।

আরো পড়ুন :
চাল উৎপাদনে তৃতীয় স্থান হতে যাচ্ছে বাংলাদেশ
চট্টগ্রামে যাকাতের টাকা ভাগ করা নিয়ে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
শিবগঞ্জে তুচ্ছ ঘটনায় এক প্রবাসীর স্ত্রীকে মারপিটের অভিযোগ

এসময়ে ক্রয় রশিদ যাচাই করা হয় ও মূল্য তালিকা সর্বদা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদ করার নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করার জন্য নির্দেশনা দেয়া হয়।

এসময় মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, পণ্যের মোড়কীকরণ বিধি বহির্ভূত পন্য বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ০২টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৮,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়
এবং বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় ও পণ্য জব্দ করে নষ্ট করা হয়।

জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মে ১৬, ২০২০ at ১৮:১৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/টিআর/এএডি