শিবগঞ্জে তুচ্ছ ঘটনায় এক প্রবাসীর স্ত্রীকে মারপিটের অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে তুচ্ছ ঘটনায় এক প্রবাসীর স্ত্রীকে মারপিটের অভিযোগ।

জানা যায়, গত ৪ মাস পূর্বে সোনাপুড়া গ্রামের প্রবাসী শাহীন ভান্ডারী জীবন জীবিকা নির্বাহ করার তাগিদে দেশের বাহিরে যায়। যাওয়ার সময় সে পৈত্রিক ভিটা বাড়ী ভাইয়ের নিকট বিক্রি করে। তার স্ত্রী ও সন্তানকে ৬ মাসের জন্য ওই বাড়িতে রেখে যান। এদিকে করোনা ভাইরাস এর কারণে এবং নির্ধারিত সময় পার না হতে মাহবুব ভান্ডারী ও তার স্ত্রী শেফালী বেগম বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করে। এ সময় ওই গৃহবধু তাদেরকে অনুরোধ করেন। কিন্তু তারা বেপরো হয়ে ওঠে ভাড়াটিয়া লোক জানগ্রামের তৌয়ব আলীকে নিয়ে আজ শনিবার সকাল ৯টায় অতর্কিত ভাবে হামলা চালায়।

আরো পড়ুন :
শিবগঞ্জে জাতীয় পার্টি নেতার ঈদ সামগ্রি বিতরণ
রায়পুরে পত্রিকা বিক্রেতাদের ‘প্রীতি উপহার’ দিলেন সাংবাদিক সুকান্ত মজুমদার
কালীগঞ্জের মৎস্য চাষীরা পেলো উপকরন

এ সময় প্রতিপক্ষরা ওই প্রবাসীর স্ত্রীকে মারপিট করে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন প্রবাসীর স্ত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে জামিলা বেগম বলেন, আমার স্বামী প্রবাসে যাওয়ার পর আমি একা থাকায় তৌয়ব আলীসহ প্রতিপক্ষরা আমাকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছে। হঠাৎ তারা আক্রমণ করে মারপিট করে আমাকে আহত করেছে। আমি প্রশাসনের নিকট তদন্ত সাপেক্ষে বিচার জানাচ্ছি।

মে ১৬, ২০২০ at ১৭:৪৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএম/এএডি