মহেশপুর উপজেলা প্রশাসনের ত্রান তহবিলে ‘আশা’র খাদ্য সহায়তা প্রদান

দেশের করোনা পরিস্থিতিতে কর্মহীন, দরিদ্র, অসহায় নিম্ন আয়ের খেটে খাওয়া, শ্রমজীবী মানুষের জন্য খাদ্য সহায়তা প্রদান করেছে বে-সরকারি প্রতিষ্ঠান ‘আশা’ এনজিও। ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে সোমবার (১১ মে) সকালে আশা’র নিজস্ব অর্থায়নে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুজন সরকারের নিকট আনুষ্ঠানিকভাবে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তৈল, লবন, আলু, হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ডিসট্রিক্ট ম্যানেজার (ডিএম) মোঃ রহমত উল্লাহ, মহেশপুর ব্রাঞ্চের রিজিওনাল ম্যানেজার (আরএম) শফিকুর রহমান, কোটচাঁদপুর ব্রাঞ্চের রিজিওনাল ম্যানেজার (আরএম) শাহাজান আলী, কালিগঞ্জ ব্রাঞ্চের রিজিওনাল ম্যানেজার (আরএম) নাসির উদ্দীন, মহেশপুর ব্রাঞ্চ ম্যানেজার আকতার হোসেন, সহকারি ম্যানেজার মোঃ বোরহান উদ্দীন।

আরো পড়ুন :
শিবগঞ্জে বাড়ীর সীমানা নিয়ে দুগ্রুপের মধ্যে মারপিট : থানায় পৃথক অভিযোগ
তালতলীতে ইউএনও’র কাছে ত্রানসামগ্রী হস্তান্তর করলো আশা
উলিপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা : আটক ৩

এসময় আশা’র ডিসট্রিক্ট ম্যানেজার (ডিএম) মোঃ রহমত উল্লাহ জানান, বে-সরকারি প্রতিষ্ঠান ‘আশা’ এনজিও সব সময় দরিদ্র জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে থাকে। বর্তমানে করোনা পরিস্থিতির সংক্রমণ রোধে সরকারী নির্দেশনা মেনে চলায় বেশি সমস্যায় পড়েছে কর্মহীন, দরিদ্র, অসহায় খেটে খাওয়া দিনমজুর ও শ্রমজীবী মানুষ। ফলে এইসব হত দরিদ্ররা মানবেতর জীবন-যাপন করছে। দরিদ্র এইসব জনগোষ্ঠীর কথা ভেবেই বে-সরকারি প্রতিষ্ঠান আশা’র নিজস্ব অর্থায়নে সারাদেশে ১২ কোটি টাকা খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় মহেশপুর উপজেলা প্রশাসন কার্যালয়ে ২’শ প্যাকেট খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও যে কোন পরিস্থিতিতে আশা’র এমন কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর ব্রাঞ্চ ম্যানেজার সেলিম রেজা, নাটিমা বাজার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ লুৎফর রহমান,ঘুঘরী পান্তা পাড়া ব্রাঞ্চ ম্যানেজার বিজন কুমার সাহা সহ আশায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ।

মে ১১, ২০২০ at ১৮:১৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএসআর/এএডি