তালতলীতে ইউএনও’র কাছে ত্রানসামগ্রী হস্তান্তর করলো আশা

বরগুনার তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর কাছে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য খাদ্য সামগ্রীর ২০০ প্যাকেট ত্রান হস্তান্তর করলেন বেসকারি সংস্থা আশা। সোমবার উপজেলা পরিষদ ভবনের সামনে এ প্যাকেটগুলো হস্তান্তর করা হয়।

জানা গেছে, করোনা ভাইরাস (কোভিড-১৯)এ ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সহায়তা কর্মস‚চি হাতে নেয় বেসকারি সংস্থা আশা। এরই ধারাবাহিকতায় বরিশাল বিভাগের ৩১ উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের কাছে খাদ্যসামগ্রীর ২০০ প্যাকেট করে ও ৬ জেলা প্রশাসকের কাছে খাদ্যসামগ্রীর ৫০০ প্যাকেট করে হস্তান্তর করেন।

আরো পড়ুন :
সিরাজগঞ্জে করোনায় মৃত নারীর ছেলে-মেয়ে আক্রান্ত
করোনাকে জয় করে ঘরে ফিরলেন কোটচাঁদপুরের সেই যুবক
কেশবপুরে কৃষদের ধান কেটে সহযোগিত করল কৃষকলীগ

এর প্রতিটি প্যাকেটে চাল ১০কেজি, ডাল ২ কেজি, আলু ১ কেজি, ভোজ্য তেল ১ লিটার রয়েছে। তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর কাছে এ খাদ্য সামগ্রী হস্তান্তর কালে এনজিও আশার পক্ষে বরগুনা জেলা ম্যানেজার মোঃ মোশারেফ হোসেন,আরএম মোঃ জাকির হোসেন ও তালতলী ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রিয়াজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মে ১১, ২০২০ at ১৭:৫৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/মিআর/এএডি