চুয়াডাঙ্গায় খাদ্য সামগ্রী বিতরণে অতিরিক্ত পুলিশ সুপার আবু তারিক

রবিবার বাদ আছর চুয়াডাঙ্গা দৌলতদিয়ার এর বশির আহমেদ তিব্বতের আয়োজনে পরিবহন সেক্টরের শ্রমজীবী মানুষ যাদের বেশিরভাগই মাদকসেবী তাদের অবস্থা অত্যন্ত মানবেতর হওয়ায় তাদের জীবন ও জীবিকার কথা ভেবে প্রায় ৬০ জন ব্যক্তির মধ্যে খাদ্য উপহার বিতরণ করা হয়।

পবিত্র রমজান মাসে এসব মাদক সেবী মাদক সেবনের মত ঘৃণ্য পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেন। সারা পৃথিবীতে এখন করোনাভাইরাস আতঙ্ক বিরাজমান। এর থেকে বাঁচার একমাত্র বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে ব্যক্তির থেকে ব্যক্তির দূরত্ব বা সামাজিক দূরত্ব নিশ্চিত করা। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি অনুযায়ী আমরা সবাই চলব এবং সকলে খারাপ পথ পরিহার করে আলোর পথে আসবো- এই শপথ এবং দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

আরো পড়ুন :
কেশবপুরে প্রধানমন্ত্রী প্রদত্ত শিশুখাদ্য বিতরণ
৩ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধন
রামেক ল্যাবে একদিনে ১৮৮ নমুনা পরীক্ষা, নেগেটিভি ১২৩ জনের

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আবু তারিক চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান , ট্রাফিক বিভাগের সদস্য বৃন্দসহ বশির আহমেদ তিব্বত মিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মে ১০, ২০২০ at ১৯:৪৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/টিআর/এএডি